Sunday, April 13, 2014

ফুলের নাম - হুড়হুড়ি

বাংলায় নাম হুড়হুড়ি 

অনান্য স্থানীয় নামের মধ্যে Spider Flower, Spider Legs, Cleome উল্লেখযোগ্য।
Botanical name: Cleome houtteana এটি  Cleomaceae (Spider Flower family) পরিবারের একটি উদ্ভিদ।
Synonyms: Cleome hassleriana, Cleome sesquiorygalis, Tarenaya hassleriana

এর আদি নিবাস ধরা হয় দক্ষিন আমেরিকাকে। বেগুনি, হালকা বেগুনি এবং সাদা রঙের ফুল ফুটতে দেখা যায়। এ তিন রঙের ফুলকে ‘Violet Queen’, ‘Rose Queen’, এবং ‘White Queen’ নামে ডাকা হয়।গাছ ৬০-৯০ সে.মি উঁচু হয়। কখনো ১২০ সে.মি পর্যন্ত উঁচু হতে পারে

এ গাছের কচি কাণ্ড খেলে গরমে শীতলতা বোধ হয়, ক্লান্তি দূর করে। এমনকি রক্তচাপ কমে যায় এক-তৃতীয়াংশ পর্যন্ত! এই উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় তাতে অ্যান্টি-অক্সিডেন্ট, কীটনাশক এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান আছে।

উচ্চমাত্রার সালফার-ডাই-অক্সাইড বা ক্লোরিন এর উপস্থিতিতেও এ গাছ টিকে থাকতে পারে। এর আছে শক্তিশালী শোষণ ক্ষমতা, তাই এটি পরিবেশ সৌন্দর্যমণ্ডিত করার পাশাপাশি বায়ু পরিশোধন করে বাতাস কে করে নির্মল।

No comments:

Post a Comment