Wednesday, April 2, 2014

ফুলের নাম - বেলী

ফুলের নাম - বেলী (ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার জাতীয় ফুল।) 
বৈজ্ঞানিক নাম- Jasminum sambac অন্যান্য নামের মধ্যে - Arabian jasmine, Sambac jasmine উল্লে্যখযোগ্য। 

বেলী গুল্মজাতীয় ছোট-খাটো ঝোপ বিশিষ্ট ফুলগাছ।প্রায় ১ মিটার উচু। কান্ড সরু দুর্বল দুপাশে হেলে পড়ে। কোনো কোনো জাতের বেলী লতা জাতীয় গাছ। গাছের পাতা উজ্জ্বল সবুজ। পাতা একক, ডিম্বাকার, ৪-৮ সেমি লম্বা, গাঢ়-সবুজ, মসৃণ। পাতার মাঝে ছোট ছোট অসংখ্য ফুল থোকায় থোকায় ফুটে বেরোয়। ফুলের পাঁপড়ি সুবিন্যস্ত। ফাল্গুন থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ফুল ফোটে। বর্ষাকালেও ফুল থাকে। বেলী ফুল ফোটে সন্ধ্যায় এবং পরদিন দুপুরে ঝরে যায়। 

সাধারণত ৪ শ্রেণীর বেলীর সঙ্গে আমরা পরিচিতঃ 

১. রাই বেলীঃ এ জাতের বেলী দেড় থেকে দু'হাত লম্বা হয়। পাঁপড়ি সুসজ্জিত, ফুল খুব ছোট কিন্তু গন্ধ খুব উগ্র। 
২. খয়ে বেলীঃ ছোট গাছ। ফুল ফোটে অজস্র। তীব্র সুগন্ধিযুক্ত। মালা তৈরিতে এর ব্যবহার ব্যাপক। 
৩. মতিয়া বেলীঃ এ জাতের বেলী ফুলের আকার বড়ো হয়। অসংখ্য পাঁপড়ি এবং থোকায় থোকায় ফুল ধরে। ফুল মনোরম গন্ধযুক্ত। 
৪. ভরিয়া বেলীঃ এ জাতের বেলীকে বলা হয় রাজা বেলী। ফুলের ওজন ১ ভরি। গড়ন ও গন্ধ মনোমুগ্ধকর। সাদা রঙের তীব্র সুগন্ধযুক্ত মালা গাঁথার বিশেষ উপযোগী এই বেলী ফুল বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত।

No comments:

Post a Comment