Tuesday, April 22, 2014

ফুলের নাম- জুই



বাংলায় নাম - জুই

অনান্য স্থানীয় নামের মধ্যে Indian Pavetta, Indian Pellet Shrub, Kankara, Kathachampa , Kakachdi বৈজ্ঞানিক নাম : Pavetta indica এটি Rubiaceae (Coffee family) পরিবারের একটি উদ্ভিদ। Synonyms: Ixora pavetta, Ixora indica

Sunday, April 13, 2014

ফুলের নাম - হুড়হুড়ি

বাংলায় নাম হুড়হুড়ি 

অনান্য স্থানীয় নামের মধ্যে Spider Flower, Spider Legs, Cleome উল্লেখযোগ্য।
Botanical name: Cleome houtteana এটি  Cleomaceae (Spider Flower family) পরিবারের একটি উদ্ভিদ।
Synonyms: Cleome hassleriana, Cleome sesquiorygalis, Tarenaya hassleriana

এর আদি নিবাস ধরা হয় দক্ষিন আমেরিকাকে। বেগুনি, হালকা বেগুনি এবং সাদা রঙের ফুল ফুটতে দেখা যায়। এ তিন রঙের ফুলকে ‘Violet Queen’, ‘Rose Queen’, এবং ‘White Queen’ নামে ডাকা হয়।গাছ ৬০-৯০ সে.মি উঁচু হয়। কখনো ১২০ সে.মি পর্যন্ত উঁচু হতে পারে

এ গাছের কচি কাণ্ড খেলে গরমে শীতলতা বোধ হয়, ক্লান্তি দূর করে। এমনকি রক্তচাপ কমে যায় এক-তৃতীয়াংশ পর্যন্ত! এই উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় তাতে অ্যান্টি-অক্সিডেন্ট, কীটনাশক এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান আছে।

উচ্চমাত্রার সালফার-ডাই-অক্সাইড বা ক্লোরিন এর উপস্থিতিতেও এ গাছ টিকে থাকতে পারে। এর আছে শক্তিশালী শোষণ ক্ষমতা, তাই এটি পরিবেশ সৌন্দর্যমণ্ডিত করার পাশাপাশি বায়ু পরিশোধন করে বাতাস কে করে নির্মল।

Sunday, April 6, 2014

ফুলের নাম- জগৎমাদন


বাংলায় নাম্ -জগৎমাদন
অনান্য স্থানীয় নামের মধ্যে Gandarusa, Warer willow, bhutakeshi, gandharasa, indrani, kapika, krishnanirgundi উল্লেখযোগ্য।  বৈজ্ঞানিক নাম - Gendarussa vulgaris এটি Acanthaceae (Barleria family) পরিবারের একটি উদ্ভিদ ।
আয়ুর্বেদিক মতে শ্বাসতন্ত্রের রোগ যেমন কফ, হাপানি, ব্রক্নাইটিস জনিত ঠান্ডা ও হাপানিতে কার্যকরী।

ফুলের নাম -চাকুন্দা /পানিভার


বাংলায় নাম -চাকুন্দা /পানিভার

অন্যান্য স্থানীয় নামের মধ্যে Stinking Cassia, Chinese senna, foetid cassia, Java bean, low senna, peanut weed, sickle senna, sicklepod, Panwar, Panevar, Tarota উল্লেখযোগ্য। 

বৈজ্ঞানিক নাম - Senna tora এটি Caesalpiniaceae (Gulmohar family) পরিবারের একটি উদ্ভিদ। Synonyms: Cassia tora 

আয়ুর্বেদিক মতে এটি leprosy, ringworm, flatulence, colic, dyspepsia, constipation, cough, bronchitis, cardiac disorders এ কার্যকরী।

ফুলের নাম - হলদে করবী


বাংলায় নামঃ কলকে ফুল বা হলদে করবী

বৈজ্ঞানিক নামঃ Thevetia peruviana এটি Apocynaceae পরিবারের একটি উদ্ভিদ।
বিষাক্ত অংশঃ বাকল, বীজ, কষবিষক্রিয়ার ধরনঃ ফল মারাত্মক অবসাদক, পঙ্গুত্ব আরোপক ও ঘাতক।

/td>

Saturday, April 5, 2014

ফুলের নাম- মধুমঞ্জরী

বাংলায় নাম : মধুমঞ্জরী

বৈজ্ঞানিক নামঃ Quisqualis indica (অনেকেই এটাকে মাধবী লতা বলে ভুল করে)

ফুলের নাম -কংটকরী

বাংলায় নাম : কংটকরী 

(কাটাবেগুন নামে অনেক অঞ্চলে পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Solanum xanthocarpum এটি Solanaceae (Potato family) পরিবারের একটি উদ্ভিদ।